মহাকাশ স্টেশনে নতুন নভোযান পাঠিয়েছে নাসা

বণিক বার্তা অনলাইন

ছবি: নাসা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা শুরু করেছে নতুন আরেকটি নভোযান। বোয়িংয়ের স্টারলাইন নামের যানটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানেভেরাল থেকে উড্ডয়ন হয়। এটি বোয়িংয়ের প্রথম ক্রুসহ মহাকাশ যান।  যান্ত্রিক কিছু উন্নয়নের কারণে এ মহাকাশ যানটির যাত্রা বিগত কয়েক বছরে বার বার পেছানো হয়। খবর বিবিসি।

এ যাত্রাটি সফল হলে আইএসএস ক্রুবাহী পরিবহন সরবরাহের ক্ষেত্রে দ্বিতীয় বেসরকারি সংস্থা হয়ে উঠবে। প্রথম স্থানে রয়েছে ইলন মাস্কের স্পেসএক্স।

এদিকে নাসা আর এ ধরনের যানবাহনের মালিকানায় থাকা এবং পরিচালনায় ইচ্ছুক নয়। তারা বর্তমানে বাণিজ্যিক খাত থেকে এ ধরনের পরিষেবা কিনে নিচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন