রিয়েলিটি শো শার্ক ট্যাংক বাংলাদেশ প্রচারিত হবে ২৬ এপ্রিল থেকে

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

দেশে প্রথমবারের মতো প্রচারিত হতে যাচ্ছে ব্যবসায়িক রিয়েলিটি শো ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’। ২৬ এপ্রিল থেকে প্রতি শুক্রবার রাত ১০টায় বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভিতে প্রচারিত হবে শোটি। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম বঙ্গতেও দেখা যাবে এ শো। গতকাল রাজধানীর হলিডে ইন হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

সম্ভাবনাময় উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক ধারণা সরাসরি বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করার সুযোগ করে দিচ্ছে ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’। গত ১২ ফেব্রুয়ারি থেকে এ শোটির শুটিং শুরু হয়। শো প্রযোজনায় সরাসরি নির্দেশনা দেন বিখ্যাত প্রযোজক আর্চ ডাইসন ও কেভিন হাইল্যান্ড।

রিয়েলিটি শোটির প্রথম সিজনের জন্য গত বছরের নভেম্বরে উদ্যোক্তাদের থেকে আবেদন নিতে শুরু করে আয়োজকরা। প্রায় দুই হাজার আবেদন যাছাই-বাছাই শেষে মনোনীত ১৮০ উদ্যোক্তাকে নিয়ে শো শুটিং করা হয়েছে।

উদ্যোক্তাদের ধারণায় যারা বিনিয়োগ করবেন তাদের বলা হচ্ছে শার্ক। আয়োজকরা জানিয়েছেন, রিয়েলিটি শোটির প্রথম সিজনের শার্করা হলেন রবি আর ভেঞ্চারের সিইও কাজী মাহবুব হাসান, স্টার্টআপ বাংলাদেশের প্রধান সামি আহমেদ, বিডিজবসের প্রধান ফাহিম মাশরুর, অ্যাডকম হোল্ডিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরি, এনচান্টেড ইভেন্টস অ্যান্ড প্রিন্টসের সিইও এবং প্রতিষ্ঠাতা সাওসান খান মঈন, গালা মেকওভার স্টুডিও এবং স্যালনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নাভিন আহমেদ, ম্যাজেস্টো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ ও বিগ্লোবালের সিইও স্যামুয়েল ব্রিজফিল্ড।

শো প্রসঙ্গে স্টার্টআপ বাংলাদেশের প্রধান সামি আহমেদ বলেন, ‘‌শার্ক ট্যাংক শো দেখার মাধ্যমে দর্শকরা উৎসাহিত হবে। যাদের উদ্যোক্তা হওয়ার ইচ্ছে আছে, এই শো থেকে তারাও উৎসাহ পাবেন। তারা দেখবেন যে বিনিয়োগকারীরা আছেন, তাদের ধারণায় বিনিয়োগ করার জন্য।’

সামি আহমেদ আরো বলেন, ‘‌আমি বিশ্বাস করি এই শো দেখে বাংলাদেশের বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন। এর ফলে বিনিয়োগের জন্য বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য ইকোসিস্টেম তৈরিতে আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তা সফল হবে।’

বঙ্গর সিইও আহাদ মোহাম্মদ বলেন, ‘‌বাংলাদেশে ‘শার্ক ট্যাংক’ আনতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও উচ্ছ্বসিত।’

রবির হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস শামীম উজ জামান বলেন, ‘‌এ প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি।’

ট্যালি সলিউশনের চিফ মার্কেটিং অফিসার জয়তি সিং বলেন, ‘‌শার্ক ট্যাংকের সঙ্গে এ পার্টনারশিপ বাংলাদেশের উদ্যোক্তা ও স্টার্টআপ সম্প্রদায়ের প্রতি আমাদের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের আরেকটি প্রমাণ।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন