মারা গেলেন সারাহ ইসলামের দ্বিতীয় কিডনিগ্রহীতাও

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

দেশে প্রথম ‘ব্রেইন ডেড’ সারাহ ইসলামের দুটি কিডনি গত বছরে অন্য দুই নারীর শরীরে প্রতিস্থাপন করা হয়। ওই দুই নারীর দ্বিতীয়জনও মারা গেছেন। গত মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ বছর বয়সী শামীমা আক্তারের মৃত্যু হয়। দেশের প্রথম ক্যাডাভেরিক অঙ্গদাতা সারাহ ইসলামের দান করা দুটি কিডনির একটি শামীমার শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল।

শামীমার স্বজনরা জানান, কিডনি প্রতিস্থাপন করার পর থেকে তার শারীরিক অবস্থা ভালো ছিল না। বিভিন্ন জটিলতা ধরা পড়ে। শারীরিক জটিলতাগুলো কিডনি প্রতিস্থাপনের আগে ছিল না বলে দাবি তাদের। প্রতিস্থাপন-পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়টি থেকে তারা প্রয়োজনীয় সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন