ঈদে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা —ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

ঈদের সময় যেকোনো চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। চাঁদাবাজির কোনো অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। গতকাল ডিএমপির সদর দপ্তরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে ঢাকা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত বিশেষ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘কাউন্টার ছাড়া কোনো টিকিট বিক্রি করা যাবে না। কাউন্টার ব্যতীত বাইরে টিকিট বিক্রি করলে তা কালোবাজারি বলে গণ্য হবে। টিকিট কালোবাজারি করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের সভায় মালিক ও শ্রমিক সমিতির নেতারা সবাই একমত হয়েছেন, কোনো অবস্থায়ই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় আসবে না। রাস্তায় কোনো ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না। এর পরও পুলিশকে নির্দেশ দেয়া আছে কোনোভাবেই এসব গাড়ি যেন রাস্তায় চলতে না দেয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন