ফেব্রুয়ারিতে শ্রীলংকায় চা উৎপাদন ৬.৬ শতাংশ বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ছবি: দ্য ডেইলি মিরর

ফেব্রুয়ারিতে শ্রীলংকায় চা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ লাখ ৯০ হাজার কেজিতে। ফোর্বস অ্যান্ড ওয়াকার টি ব্রোকারস সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর দ্য ডেইলি মিরর। 

তথ্যমতে, গত মাসে মাঝারি আকারের চা বাগানগুলোয় উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে। উৎপাদন হয়েছে ৩৫ লাখ ৬০ হাজার কেজি। দেশটির মোট উৎপাদন বৃদ্ধিতে এসব বাগানই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তবে গ্রিন টি উৎপাদন এক বছরের ব্যবধানে ২ দশমিক ৭১ শতাংশ কমে গেছে।

শ্রীলংকার চা বোর্ডের দেয়া তথ্যানুসারে, ফেব্রুয়ারিতে দেশটির চা রফতানি উৎপাদনকেও ছাড়িয়ে গেছে। এ সময় ২ কোটি ২৩ লাখ ১০ হাজার কেজি চা রফতানি করে শ্রীলংকা, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। 

বছরের প্রথম দুই মাসে শ্রীলংকায় মোট ৩ কোটি ৮৫ হাজার কেজি চা উৎপাদন হয়, যা এর আগের বছরের চেয়ে ৩ দশমিক ৫ শতাংশ বেশি। এ দুই মাসে রফতানি হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার কেজি, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন