কোম্পানিগুলোকে জ্বালানি তেল উত্তোলন কমানোর নির্দেশ রুশ সরকারের

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

জ্বালানি তেল কোম্পানিগুলোকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) উত্তোলন কমানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ওপেক প্লাসের উত্তোলন কমানোর লক্ষ্যমাত্রা অর্জনেই মূলত এমন নির্দেশনা দেয়া হয়েছে। খবর ওয়েলপ্রাইস ডটকম।

এর আগে রুশ উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছিলেন, দ্বিতীয় প্রান্তিকে রাশিয়া প্রতিদিন অতিরিক্ত ৪ লাখ ৭১ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ও রফতানি কমাবে। তবে ধীরে ধীরে রফতানি কমানোর নীতি শিথিল করা হচ্ছে। এক পর্যায়ে শুধু উত্তোলন কমানোর নীতি বহাল রাখা হবে।

তবে দ্বিতীয় প্রান্তিকে দৈনিক কত ব্যারেল করে উত্তোলন কমানো হবে, তা নিশ্চিত করেননি নোভাক। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, রাশিয়া পরিকল্পনা অনুযায়ী উত্তোলন কমাতে সক্ষম হলে জুন নাগাদ দৈনিক উত্তোলনের পরিমাণ ৯০ লাখ ব্যারেলে নামবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে ওপেক প্লাস। এ ধারাবাহিকতায় জোটটি এ বছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত উত্তোলন কমানোর নীতি গ্রহণ করেছে। এ লক্ষ্য পূরণে দেশের প্রত্যেক কোম্পানিকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়েছে।

এদিকে সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলার কারণে বিপাকে পড়েছে রাশিয়ার জ্বালানি তেল খাত। এ হামলায় দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিশোধনাগার পুড়ে গেছে। ফলে উৎপাদন অপ্রত্যাশিতভাবে কমে যেতে পারে বলে ধারণা করছেন বাজার পর্যবেক্ষকরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন