অপারেশন জ্যাকপটে দুই প্রজন্মের দুই নায়ক

ফিচার প্রতিবেদক

ছবি: স্বপন চৌধুরী

ঢাকাই সিনেমার আলোচিত নাম অনন্ত জলিল। ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মধ্য দিয়ে রুপালি জগতে আসেন এ অভিনেতা। অন্যদিকে ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। দুই সময়ের এ দুই নায়ক সম্প্রতি কাজ করছেন ‘অপারেশন জ্যাকপট’ নামের একটি সিনেমায়। 

এক যুগের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে আছেন অনন্ত জলিল। এ অভিনেতাকে বেশির ভাগ সময় দেখা গেছে অ্যাকশন অবতারে। তবে অপারেশন জ্যাকপট সিনেমার জন্য সে ধারায় পরিবর্তন এনেছেন এ অভিনেতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডো পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল অপারেশন জ্যাকপট। মুক্তিযুদ্ধের অন্যতম এ গেরিলা অপারেশনকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব কুমার। প্রযোজনার দায়িত্বে আছেন স্বপন চৌধুরী।

অপারেশন জ্যাকপট নিয়ে বলতে গেলে সবার আগে আসে সাবমেরিনার আবদুল ওয়াহেদ চৌধুরীর কথা। তার চরিত্রে দেখা যাবে অনন্ত জলিলকে। প্রযোজক স্বপন চৌধুরী বলেন, অনন্ত জলিলের ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছে। সিনেমায় দুটো লুকে আমরা তাকে দেখাব। যেহেতু এটা পিরিওডিক্যাল সিনেমা, তাই চরিত্রের প্রয়োজনে মিশন সাকসেস করতে সব ধরনের কৌশলের মধ্য দিয়ে তাকে যেতে হবে। সিনেমাটি প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আট মাস আগে এ সিনেমায় কাজের প্রস্তাব পাই। এটা অনেক বড় ব্যাপার আমার জন্য। অপারেশন জ্যাকপট কোনো কমার্শিয়াল সিনেমা না। এটা বাংলাদেশের ইতিহাসের একটা অংশ তুলে ধরবে।’

অন্যদিকে ওমর সানিকে এ সিনেমায় দেখা যাবে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেলের দায়িত্বে থাকা ওংকার সিং কালকাটের ভূমিকায়। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের ছবি শেয়ার করেছেন তিনি। এ প্রসঙ্গে ওমর সানি ফেসুবকে লিখেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’।’ 

অনন্ত জলিল ও ওমর সানি ছাড়াও অপারেশন জ্যাকপট সিনেমায় অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, নিপুন, ইমন, জয় চৌধুরীসহ আরো অনেকে। প্রথম লটে এফডিসিতে শুরু হওয়া এ সিনেমার শুটিং চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন