এক নজরে ইউডা

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ। সংক্ষেপে ইউডা নামেই সবাই চেনে। ২০০২ সালে বাংলাদেশ সরকার বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেয়। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস রাজধানীর ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। ছয়টি অনুষদের অধীনে ২৭টিরও বেশি বিষয় অনুমোদন রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে ১৪টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। 

কলা অনুষদে রয়েছে ইংরেজি বিভাগ, বাংলা, সংগীত ও চারুকলা বিভাগ। সমাজবিজ্ঞান অনুষদে রাজনীতি ও উন্নয়ন, কমিউনিকেশন এবং মিডিয়া স্টাডিজ বিভাগ। আইন অনুষদের অধীনে রয়েছে আইন ও মানবাধিকার বিভাগ। ব্যবসা ও অর্থ অনুষদে রয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগ। জীববিজ্ঞান ও পরিবেশবিজ্ঞান অনুষদে রয়েছে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফার্মেসি বিভাগ, মলিকুলার মেডিসিন ও বায়োইনফরমেটিকস বিভাগ। প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও গণিত বিভাগ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন