মারা গেলেন সিসিলির ‘শেষ গডফাদার’ মেসিনা

বণিক বার্তা অনলাইন

ইতালির 'মোস্ট ওয়ান্টেড' আসামি ও সিসিলিয়ান মাফিয়ার শেষ ‘গডফাদারমাত্তেও মেসিনা ডেনারো (৬১) মারা গেছেন । দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ান।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা এএনএসএ  রোববার (২৪ সেপ্টম্বর) রাতে তার মৃত্যুর কথা প্রকাশ করে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তিনি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বলে জানান লাকুইলার মেয়র পিয়েরলুইগি বিওন্ডি ।

তিনি বলেন. তার মৃত্যুর মাধ্যমে নাশকতা ও রক্তের গল্পের ইতি ঘটেছে। মেয়র কারাগার ও হাসপাতাল কর্মীদের তাদের পেশাদারিত্ব ও মানবতার জন্য ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, ‘আমাদের জাতির সাম্প্রতিক ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।

১৯৯৩ সাল থেকে প্রায় ৩০ বছর আত্মগোপনে থাকার পর চলতি বছরের জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয় । তাকে পালেরমোর একটি প্রাইভেট ক্লিনিক থেকে আটক করা হয়েছিল। সেখানে তিনি আন্দ্রেয়া বোনাফেডের নামে একটি টিউমারের চিকিৎসা নিচ্ছিলেন৷

১৯৬২ সালের ২৬ এপ্রিল ইতালির সিসিলির শহর কাস্টেলভেট্রানোতে জন্মেছিলেন ডেনারো। তার বিরুদ্ধে মাফিয়া রাজ চালানোর পাশাপাশি, হত্যা, নির্যাতন এবং আরো অনেক অপরাধের অভিযোগ রয়েছে। শুধু ইতালিরই নয়, পুরো ইউরোপেরই অন্যতম মোস্ট ওয়ান্টেড পলাতক হিসেবে দেখা হতো তাকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন