বিমান দুর্ঘটনার ৪০ দিন পর আমাজন থেকে চার শিশুকে জীবিত উদ্ধার

বণিক বার্তা অনলাইন

ছবি : বিবিসি

গত ১ মে গভীর আমাজন বনে বিধ্বস্ত হয়েছিল কলম্বিয়ার একটি বিমান। এতে পাইলটসহ প্রাপ্তবয়স্ক তিন ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর থেকে বিমানে থাকা কয়েক শিশুর খোঁজ মিলছিল না।

সেই ঘটনার ৪০ দিন পর গভীর বন থেকে চার শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক বছর বয়সী একটি শিশুও আছে। অন্য তিনজনের বয়স ৯ বছর, ৪ বছর ও ১৩ বছর।

শুক্রবার (৯ জুন) তাদের উদ্ধার করা হয় বলে টুইট বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টুইটে গুস্তাভো পেত্রো লিখেছেন, আমাদের পুরো দেশের জন্য আনন্দজনক খবর রয়েছে। আমাজন বন থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪০ দিন আগে উড়োজাহাজ দুর্ঘটনার পর থেকে ক্ষুদ্র জাতিসত্তার এই চার শিশু নিখোঁজ ছিল।

এর আগে, এ দুর্ঘটনার সপ্তাহ দুয়েক পর গভীর বন থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছিল  তাদের মধ্যে ১১ মাস বয়সী একটি শিশুও ছিল। অপর তিন শিশুর বয়স ১৩ বছর, ৯ বছর ও ৪ বছর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন