নিট মুনাফা অর্ধেকে নেমেছে মতিন স্পিনিংয়ের

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস পিএলসির চলতি ২০২২-২৩ হিসাব বছেরর প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বিক্রি বাবদ আয় বাড়লেও বিভিন্ন খরচ শেষে কর-পরবর্তী নিট মুনাফা কমেছে। মূলত আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা অর্ধেকে নেমেছে। বস্ত্র খাতের এ কোম্পানির সর্বশেষ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে মতিন স্পিনিং মিলসের বিক্রি বাবদ আয় হয়েছে ৫৬৫ কোটি ৫৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫১ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১১৪ কোটি ১১ লাখ টাকা বা ২৫ দশমিক ২৮ শতাংশ। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফ হয়েছে ৩৮ কোটি ৯২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৭ কোটি ৭৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩৮ কোটি ৮৬ লাখ টাকা বা ৪৯ দশমিক ৯৬ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন