সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী

রোজায় চিনির দাম কমবে ৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমানোর অনুরোধ করেছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন।

আজ রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‌দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৬ষ্ঠ সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমবে।

এর আগে, ফেব্রুয়ারিতে বাড়ানো হয়েছিল চিনির দাম। ওই সময় দেশের বাজারে কেজিপ্রতি খোলা চিনি ১০৭ ও প্যাকেটজাত চিনির কেজি ১১২ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। এখন দাম কমলে সব ধরনের চিনিরই দাম কমবে ৫ টাকা করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন