সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী

রোজায় চিনির দাম কমবে ৫ টাকা

প্রকাশ: মার্চ ১৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমানোর অনুরোধ করেছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন।

আজ রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‌দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৬ষ্ঠ সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমবে।

এর আগে, ফেব্রুয়ারিতে বাড়ানো হয়েছিল চিনির দাম। ওই সময় দেশের বাজারে কেজিপ্রতি খোলা চিনি ১০৭ ও প্যাকেটজাত চিনির কেজি ১১২ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। এখন দাম কমলে সব ধরনের চিনিরই দাম কমবে ৫ টাকা করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫