মাহফুজ-বুবলীর ‘‌প্রহেলিকা’ মুক্তির অপেক্ষায়

সাবিহা জামান শশী

বুবলী ও মাহফুজ আহমেদ ছবি: চয়নিকা চৌধুরী

চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা মিলবে দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের। প্রহেলিকায় মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রহেলিকার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন তারা। 

প্রহেলিকা সিনেমাটির গল্প নিয়ে চয়নিকা চৌধুরী বললেন, ‘‌আমাদের পুরো জীবনটাই রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। সত্যি বলতে চোখে যা দেখা যায়, আসলে তা দেখা নয়। অর্পা ও মনার প্রেম কাহিনীই একটি প্রহেলিকা। সিনেমাটি দেখার পর বাকি গল্প দর্শক জানবে। হলে গিয়ে দর্শক সিনেমাটা দেখে বলবে, প্রহেলিকাটা আসলে কী, আমি কিছু বলব না।’ সিনেমাটির মুক্তির প্রসঙ্গে তিনি জানান, এখনো তারিখ চূড়ান্ত না হলেও চলতি বছরের ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে। 

গত বছরই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। চলতি বছর প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে সিনেমাটির। এরই মাঝে প্রহেলিকার প্রচারণার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে প্রহেলিকার গান ‘মেঘের নৌকা’। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা। মেঘের নৌকা গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। আর গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কোনাল।

সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘‌একাধিক মিটিং ও চিত্রনাট্য পড়ার পর এ সিনেমায় যুক্ত হওয়া। আমরা যত সিনিয়রই হই, শুটিংয়ের আগের দিন বার্ষিক পরীক্ষার আগের রাতের অনুভূতি ফিরে আসে। তবে প্রহেলিকায় খুব আনন্দ নিয়ে কাজ করেছি। গল্পটা চমৎকার। চয়নিকা চৌধুরীর নির্দেশনায় আগেও অভিনয় করেছি। বুবলীর সঙ্গে প্রথম। তার পরও কোনো সমস্যা হয়নি। সিনেমাটি দর্শক পছন্দ করবে বলেই আমার বিশ্বাস।’

লম্বা সময় পর বড় পর্দায় অভিনয় নিয়ে জানতে চাইলে মাহফুজ আরো বলেন, ‘‌বুবলী একজন প্রতিষ্ঠিত নায়িকা। এ সিনেমায় আমার সঙ্গে সেতু আজাদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খানের মতো অভিনেতারা আছেন। এ অভিনেতারা এখন ওটিটি মাতিয়ে রাখছেন। আমি তাদের সঙ্গে পাল্লা দিতে পারব কিনা এটা আমার ভয়ের কারণ ছিল। কারণ এটা তো সত্যি, লম্বা সময় আমি ক্যামেরার বাইরে।’

প্রহেলিকা দিয়ে অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন মাহফুজ আহমেদ। সর্বশেষ তিনি ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। আর সর্বশেষ মাহফুজ অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো ডিগ্রি’। এটি ২০১৫ সালে মুক্তি পায়। অন্যদিকে প্রহেলিকায় এ গুণী অভিনেতা অভিনয় করেছেন মনা চরিত্রে আর তার সঙ্গে অর্পা চরিত্রে বুবলী। মাহফুজ আহমেদের ফিরে আসা প্রসঙ্গে বুবলী বললেন, ‘আমি কখনো বলব না মাহফুজ ভাই ফিরে এসেছেন। কারণ তিনি আমাদের অভিনয় শিখিয়েছেন তার অসংখ্য নাটক-সিনেমার মাধ্যমে। তাই আমি মনে করি তিনি তার কাজের মাধ্যমে আমাদের সঙ্গে বরাবরই ছিলেন। বরং এখন তিনি কাজে আবার সরব হয়েছেন। মাহফুজ ভাইয়ের সঙ্গে আমার অভিনয় করাটাও ব্লেসিংস।’

বুবলী আরো বলেন, ‘চয়নিকা দিদির নির্দেশনায় খুব আনন্দ নিয়ে অভিনয় করেছি। দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখে আরো বেশি আনন্দ পাবেন। কারণ দারুণ একটা গল্প আছে।’

প্রহেলিকার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে। প্রহেলিকা সিনেমার শুটিং গত বছরের ২ নভেম্বর সিলেটে শুরু হয়। একটানা কাজ করে একই বছরের ২২ ডিসেম্বর সিনেমাটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। 

চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পায়। সিনেমাটি কয়েকটি শাখায় জাতীয় পুরস্কার জিতেছিল। প্রহেলিকা দর্শক মহলে কেমন সাড়া জাগায় সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমাটির মুক্তি অবধি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন