চট্টগ্রামের পাহাড়ের তালিকা চেয়েছেন আদালত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিভাগের সব পাহাড়ের তালিকা বর্তমান অবস্থার প্রতিবেদন প্রস্তুত করে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত একটি আবেদনের শুনানি শেষে বিচারপতি মাহমুদুল হক বিচারপতি মাহমুদুল হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চে আদেশ দেন। আদালত ২০১২ সালের ১৯ মার্চে (রিট পিটিশন নং ৭৬১৬/২০১১) দেয়া রায়ের আলোকে পাহাড় কাটা রোধে সরকারের সংস্থাগুলো কী কী ব্যবস্থা গ্রহণ করেছে সে বিষয়ে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন। নির্দেশ বাস্তবায়ন সাপেক্ষে আগামী তিন মাসের মধ্যে বিবাদীদের প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া হয়। বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এস হাসানুল বান্না। চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলায় (চট্টগ্রাম সিটি করপোরেশনসহ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি রাঙ্গামাটি) অবস্থিত সব পাহাড় কাটা বন্ধে ২০১১ সালে একটি মামলা করা হয়।

মামলার চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালে ১৯ মার্চে আদালত উল্লেখিত জেলাগুলোতে অবস্থিত সব পাহাড় কর্তন বন্ধে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন