রসিক ভোটে মেয়র হতে চান ১০ জন

বণিক বার্তা প্রতিনিধি, রংপুর

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে প্রার্থী হতে চেয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের কাগজপত্র জমা দিয়েছেন। নির্বাচনে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন হোসনে আরা লুত্ফা ডালিয়া। এছাড়ার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের রংপুর মহানগর সভাপতি আতাউজামান বাবু রংপুর মহানগর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লতিফুর রহমান মিলন।

রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সংবাদ সম্মেলনে জানান, রসিক নির্বাচনে মেয়র পদে ১০, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ৬৯ এবং ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৯৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোট ইভিএমে হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ, অবাধ গ্রহণযোগ্য করতে যা যা দরকার আমরা তাই করব।

মেয়র পদে আরো যারা মনোনয়নপত্র জামা দিয়েছেন জাসদ (ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল, জাকের পার্টির খোরশেদ আলম, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন