নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনা অনুসারে পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পর্ষদ। এর অংশ হিসেবে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে ২০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
তথ্য অনুসারে, উল্লেখিত স্টক লভ্যাংশ কোম্পানিটির রিজার্ভ মূলধন অথবা পুনর্মূল্যায়িত রিজার্ভ কিংবা আনরিয়েলাইজড গেইন থেকে ঘোষণা করা হয়নি, বরং সর্বশেষ ২০২১-২২ হিসাব বছরের মুনাফা থেকে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফলে এ লভ্যাংশ বিতরণের পর কোম্পানিটির সংরক্ষিত মুনাফা নেতিবাচক অবস্থানে দাঁড়াবে।
এদিকে এমবি ফার্মাসিউটিক্যালসের পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন আড়াই কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংশ্লিষ্ট সংঘবিধি ও সংঘস্মারকেও পরিবর্তন আনা হবে। এছাড়া কোম্পানির নাম পরিবর্তন করে এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ-সংক্রান্ত সংঘস্মারকেও পরিবর্তন আনা হবে। সর্বশেষ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টকের পাশাপাশি ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এমবি ফার্মার পর্ষদ। ঘোষিত লভ্যাংশ, উপরোক্ত সিদ্ধান্তগুলো ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ৩১ ডিসেম্বর বেলা ১১টায় এজিএম আহ্বান করেছে কোম্পানিটি।
ডিএসইতে গতকাল এমবি ফার্মাসিউটিক্যালসের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫১৮ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৬৩ টাকা ৩০ পয়সা ও ৬৩৭ টাকা। সর্বশেষ অনিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৫৪ দশমিক ২।