জলবায়ু প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ করবে ইসরায়েল

বণিক বার্তা ডেস্ক

জলবায়ু প্রযুক্তির উদ্ভাবন উন্নয়নে ৩০০ কোটি শেকেল বা ৮৮ কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছে ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয়। খবর আইএএনএস।

সিদ্ধান্তে জলবায়ু প্রযুক্তির উদ্ভাবনকে সমর্থন করার জন্য ২০২৬ সালের মধ্যে প্রধান পরিমাণগত লক্ষ্যগুলো পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে জলবায়ু প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, পেটেন্ট আবেদন, উদ্যোক্তা প্রতিষ্ঠানসহ পাইলট প্রকল্প চালুর পরিমাণ দ্বিগুণ করার বিষয়গুলো রয়েছে। সেই সঙ্গে জলবায়ু প্রযুক্তিতে বিশেষায়িত তহবিল সংগ্রহের চুক্তি, ইসরায়েলি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের সংখ্যা বাড়ানো এবং অন্যান্য দেশের সঙ্গে যৌথ গবেষণার পরিমাণ বাড়ানোর কথাও বলা হয়েছে।

পরিকল্পনায় স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন পরিবেশ দূষণের বিষয় দেখভাল করাসহ প্রকল্পের তথ্য প্রচারে প্রযুক্তিগত ইনকিউবেটর স্থাপনের বিষয়ও রয়েছে বলে দেশটির মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন