দৈনিক শনাক্ত আট হাজার ছাড়িয়েছে, ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনা বৃদ্ধির উর্ধ্বমূখী প্রবণতা অব্যাহত রয়েছে। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্তের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুসারে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৪০৭ জনের।

এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে, ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০জন। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে, ২৮ হাজার ১৬৪ জনের। ৩৫ হাজারের বেশি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৩ দশমিক নয় আট শতাংশ। আগের দিন এই হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংম। আর আক্রান্ত ছিল ৬ হাজার ৬৭৬জন। 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয়েছে, গত একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৪টি। এতে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৪০৭ জনের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৪৭৫জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন