স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় বরখাস্ত ৪

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় চারজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আজ  মঙ্গলবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

নথি গায়েবের ঘটনায় বিভাগীয় ব্যবস্থা হিসেবে মন্ত্রণালয়ের চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ চার কর্মচারী হলেন, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা, জোসেফ সরদার, প্রশাসন-২ এর (গ্রহণ ও বিতরণ ইউনিট) অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া।

১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় গত ২৮ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এরপর তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন