স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় বরখাস্ত ৪

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় চারজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আজ  মঙ্গলবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

নথি গায়েবের ঘটনায় বিভাগীয় ব্যবস্থা হিসেবে মন্ত্রণালয়ের চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ চার কর্মচারী হলেন, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা, জোসেফ সরদার, প্রশাসন-২ এর (গ্রহণ ও বিতরণ ইউনিট) অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া।

১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় গত ২৮ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এরপর তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫