শিগগিরই মাদক সম্রাট ওটোনিয়েলকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর

বণিক বার্তা অনলাইন

কলম্বিয়ার কুখ্যাত মাদক কারবারি ডেইরো এন্টিনিও ওসাজাকে যতদ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে কলম্বিয়া দেশটির বিচার মন্ত্রী উইলসন রুইজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাকে বিচারের মুখোমুখি করতে আজ সোমবার দেশটির সুপ্রিম কোর্টে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের ব্যাপারে পিটিশন দায়ের করা হয়েছে

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেয়ার জন্য আইনি প্রক্রিয়া শেষ হতে সপ্তাহ চারেক লাগতে পারে

ওটোনিয়েল নামে পরিচিত ডায়রো এন্টিনিও ওসাজাকে যেখান থেকে ধরা হয় সেখানে সাংবাদিকদের দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডিয়োগো মোলানো বলেন, তাকে হস্তান্তর করা হবে কারণ তার অপরাধ আন্তর্জাতিক

এরআগে গত শনিবার দেশটির উরাবা অঞ্চলের মফস্বল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আল জাজিরা জানিয়েছে, মাদক সম্রাট ডায়রো এন্টিনিও ওসাজার গ্রেফতারকে বিজয় বলে মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট ইভান ডুকু তিনি তিন দশক আগে পাবলো এস্কোবারের গ্রেফতারের সাথে একে তুলনা করেন

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, এই শতকে মাদকের বিরুদ্ধে কলম্বিয়ার এটি সেরা সাফল্য এই গ্রেফতার শুধু ১৯৯০ এর দিকে কুখ্যাত মাদক সম্রাট পাবলো এস্কোবারের পতনের সাথে তুলনীয় হতে পারে তিনি জানান, তার সরকার ওটোনিয়েলকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের ব্যাপারে কাজ করছে কেননা সেখানকার ম্যানহাটন ফেডারেল কোর্টে তার বিরুদ্ধে ২০০৯ সালে মাদক পাচারের মামলা রয়েছে তার গ্রেফতার মাদকের একটি সাম্রাজ্যের সমাপ্তি বলে মনে করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

৫০ বছর বয়সী এই অপরাধীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন মিয়ামিতে বেশ কয়েকটি অপরাধের অভিযোগ রয়েছে এসব অভিযোগের মধ্যে রয়েছে, ধারাবাহিকভাবে অপরাধমূলক কার্যক্রমে সহায়তা দেয়া, আন্তর্জাতিক কোকেইন পাচার ষড়যন্ত্রে অংশ নেয়া এবং মাদক পাচার কাজে আগ্নেয়াস্ত্রের ব্যবহার

তবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের মার্কিন ডিরেক্টর জোসে মিগুয়েল ভিভানসো ওটোনিয়েলের গ্রেফতারকে স্বাগত জানিয়ে বলেছেন, ন্যায়বিচার পাওয়ার অধিকার তার রয়েছে

এরআগে মাদক সম্রাট ওটোনিয়েলের তথ্য জানতে কলম্বিয়ার সরকার লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল এছাড়া তার মাথার মূল্য মিলিয়ন ডলার ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন