তীব্র চাহিদায়ও আগস্টে নিম্নমুখী ছিল ভারতের কয়লা আমদানি

বণিক বার্তা ডেস্ক

তীব্র চাহিদা সত্ত্বেও আগস্টে কমেছে ভারতের কয়লা আমদানি। দেশটির বিদ্যুৎ উৎপাদন কয়লানির্ভর। বর্তমানে দেশটিতে স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ সংকট চলছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে আকাশচুম্বী দামের কারণে দেশটির আমদানি কমেছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই তথ্য জানিয়েছে।

ভারতের বিদ্যুৎকেন্দ্রগুলো জ্বালানি সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে। এর মধ্যেই আগস্টে দেশটি কোটি ৫২ লাখ ২০ হাজার টন কয়লা আমদানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ কম। গত বছরের একই সময় দেশটি কোটি ৫৬ লাখ ৪০ হাজার টন কয়লা আমদানি করেছিল।

এমজাংশন সার্ভিসের দেয়া তথ্য বলছে, আগস্টে তাপীয় কয়লা আমদানি করা হয় ৯০ লাখ ৮০ হাজার টন। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল কোটি লাখ ৩০ হাজার টন। ধাতব কয়লা আমদানি করা হয় ৪৩ লাখ ৭০ হাজার টন। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৩১ লাখ ৭০ হাজার টন।

তবে এপ্রিল-আগস্ট পর্যন্ত পাঁচ মাসে আমদানি ২১ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। সময় ভারত বিভিন্ন দেশ থেকে কোটি ২৪ লাখ ৯০ হাজার টন কয়লা ক্রয় করে। আগের বছরের একই সময় ক্রয়ের পরিমাণ ছিল কোটি ৬২ লাখ ৭০ হাজার টন।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন