সাভারে রাসেলের ৮ কোটি টাকার সম্পদ

ইভ্যালির দেনা হাজার কোটি টাকারও বেশি

নিজস্ব প্রতিবেদক

-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায় ও দেনার পরিমাণ এক হাজার কোটি টাকারও বেশি। এছাড়াও রাজধানী সাভার এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের ৭-৮ কোটি টাকার সম্পদ রয়েছে।


আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা জানান।


এসময় তিনি জানান, একটি প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইভ্যালির দেনা দাঁড়ায় ৪০৩ কোটি টাকা, চলতি সম্পদ ছিল ৬৫ কোটি টাকা, বিভিন্ন পণ্য বাবদ গ্রাহকদের নিকট থেকে অগ্রিম নেয়া ২১৪ কোটি টাকা এবং বিভিন্ন গ্রাহক ও কোম্পানির কাছে বকেয়া প্রায় ১৯০ কোটি টাকা। 


র‌্যাবের মুখপাত্র বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় প্রতিষ্ঠানটির আরো দায়-দেনা রয়েছে। সর্বমোট দেনার পরিমা এক হাজার কোটি টাকারও বেশি বলে গ্রেফতারকৃতরা জানিয়েছেন। কোম্পানীটি প্রতিষ্ঠালগ্ন থেকে লোকসানি; কোন ব্যবসায়িক লাভ করতে পারেনি। গ্রাহকের অর্থ দিয়েই যাবতীয় ব্যয় নির্বাহ করা হতো। ফলে সময়ের সঙ্গে সঙ্গে দেনার পরিমাণ বেড়েছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন