বিনিয়োগকারীদের মুনাফা সংগ্রহের চাপে পতন

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার ছুটির পর রোববার সূচক লেনদেনের ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হলেও গতকাল দেশের পুুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। এদিন দেশের উভয় পুঁজিবাজারের সবগুলো সূচক কমেছে। তবে গতকাল সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন। বাজারসংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের মুনাফা সংগ্রহের চাপে গতকাল বাজারে সূচকের পতন হয়েছে। তাই বেশির ভাগ খাত গতকাল লোকসানে ছিল এবং লেনদেন বাড়লেও উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানি মিউচুয়াল ফান্ডের শেয়ার ইউনিটদর কমেছে। গতকাল ১৩টি খাত লোকসানে ছিল। এর মধ্যে ব্যাংক, বস্ত্র, প্রকৌশল সাধারণ বীমা খাত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক নিম্নমুখী ছিল। লেনদেনের কিছু সময় পরেই সূচকের সামান্য উত্থান ঘটে। পরে আবার নিম্নমুখী অবস্থায় ফেরে সূচক। সারা দিন উত্থান পতনের মাধ্যমে দিন শেষে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ১৮ পয়েন্ট কমে হাজার ৪০৪ দশমিক ০৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ৪২৪ দশমিক ২১ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্রাইম ব্যাংক লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, বিএসআরএম লিমিটেড গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন