উত্থানে পুঁজিবাজার

একদিন পরই সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারে সোমবার পতন হলেও একদিন পরই গতকাল উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের উভয় পুঁজিবাজারে গতকাল সব সূচক বেড়েছে। গতকাল সূচকের সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে, সেই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট দরও বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল। লেনদেনের কিছু সময় পরেই সূচকের কিছুটা পতন ঘটে। পরে আবার কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থায় ফেরে সূচক। সারা দিন উত্থান পতনের মাধ্যমে দিনশেষে সূচকের উত্থান দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে হাজার ২৬৬ দশমিক ০১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ২০৮ দশমিক ৩৯ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ফরচুন সুজ, প্রাইম ব্যাংক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এবি ব্যাংক গ্রামীণফোন কোম্পানির।

এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে দশমিক ২৭ পয়েন্ট বেড়ে হাজার ৩৫৪ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৩৪৬ দশমিক ৮২ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে গতকাল হাজার ২৭৩ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল হাজার ২৫৯ দশমিক ০৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ৬৬৮ কোটি ৫১ লাখ ৪২ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছে হাজার ৫৯৯ কোটি ২১ লাখ ৯৪ হাজার টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২১২টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত ছিল ৩২টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৮৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ০৯ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১১ দশমিক ৩০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ রসায়ন খাত। দশমিক ৭৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। আর দশমিক ৪২ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে ব্যাংক খাত।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড, লাফার্জহোলসিম বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, ফরচুন সুজ, অ্যাডভেন্ট ফার্মা, কেয়া কসমেটিকস আমান ফিড লিমিটেড।

গতকাল এক্সচেঞ্জটিতে দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে ফাইন ফুডস, ফরচুন সুজ, ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সাইথইস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়া ইন্স্যুরেন্স, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড- এবং -জেনারেশন লিমিটেড।

গতকাল এক্সচেঞ্জটিতে দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, এনভয় টেক্সটাইল, হা ওয়েল টেক্সটাইল, আজিজ পাইপস, জেমিনি সি ফুড, সোনালি আঁশ, এস্কয়ার নিট কম্পোজিট, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এসকে ট্রিমস।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ১০৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৩২ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১০ হাজার ৮২৮ দশমিক ৮৪ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত ছিল ২৭টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৫৭ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ১৯০ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬২ কোটি ৮২ লাখ ৭০ হাজার ৩৭১ টাকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন