শনাক্ত ও মৃত্যুর রেকর্ড এবার একদিনেই

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এদিন হাজার ৯৬৪ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। মৃত্যু শনাক্তে সংখ্যা দৈনিক হিসেবে সর্বোচ্চ। দেশে কভিড-১৯ পরিস্থিতি নিয়ে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৭ জুনের পর থেকে দৈনিক মৃত্যু হয়েছে একশর বেশি। এর মধ্যে জুলাই ১৪৩ জনের মৃত্যু হয়। এর তিনদিনের মাথায় রোববার মৃতের সংখ্যা প্রথমবারের মতো ১৫০ ছাড়ায়। আর গতকাল সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬০৫টি পরীক্ষাগারে ৩৪ হাজার ২টি নমুনা পরীক্ষা হয়। পর্যন্ত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে লাখ ৫৪ হাজার ৮৮১ জন আর মারা গেছে ১৫ হাজার ২২৯ জন। সর্বশেষ হাজার ১৮৫ জনের সুস্থতায় পর্যন্ত মোট সুস্থ হওয়া কভিড-১৯ রোগীর সংখ্যা লাখ ৩৯ হাজার ৮২। সর্বশেষ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৮৭ মৃত্যুহার দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ৫৫ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪০, চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ১৬, বরিশালে নয়, সিলেটে আট, রংপুরে ১৬ ময়মনসিংহে দুজন মারা গেছে।

মারা যাওয়াদের মধ্যে ১০৯ জন পুরুষ ৫৫ জন নারী। মৃতদের ১২৩ জন সরকারি হাসপাতালে২৫ জন বেসরকারি হাসপাতালে, ১৫ জন বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৫ হাজার ২২৯ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৭৮৫ নারী হাজার ৪৪৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮৩ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ১৮, ৩১ থেকে ৪০ বছরের ১২ ২১ থেকে ৩০ বছরের চারজন।

গত বছরের মার্চ দেশে প্রথম তিনজনের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর মাত্র দুই মাসের ব্যবধানে শতাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন