সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে ধর্ষণ চালক ও সহকারী আটক

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে চালক সহকারীকে আটক করা হয়েছে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে এর আগে সকালে শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি চলন্ত ট্রাকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকা থেকে ট্রাকসহ আটক করা হয় সোহেল রানাকে (৩০) সময় ওই প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পুলিশ আটক চালক সোহেল রানা বগুড়া জেলা সদরের আসকুলা গ্রামের মনসুর আলীর ছেলে চালকের সহকারী ওহাব (২৮) পালিয়ে গেলে গতকাল ভোরে তাকে আটক করে পুলিশ ওহাব বগুড়া জেলার শিবগঞ্জ থানার জহুরুল ইসলামের ছেলে

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন গতকাল দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার উত্তরবঙ্গগামী একটি ট্রাক চন্দ্রা এলাকা থেকে দুই যুবককে ওঠানোর পর একজন ব্যক্তি এক নারীকে ট্রাকটিতে উঠিয়ে দিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা নামিয়ে দিতে বলেন ওই নারীর একটু মানসিক সমস্যা আছে বলেও চালক হেলপারকে জানানো হয় সময় ট্রাকের স্টাফরা মেয়েটিকে ট্রাকের সামনের আসনেই বসতে দেন পথিমধ্যে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় এসে ট্রাকটি বিরতি দিয়ে ট্রাকের ওপরে থাকা দুজন যাত্রীকে কোনো কাজ থাকলে সেরে নিতে বলেন চালক

সময় একজন ট্রাকটির লুকিং গ্লাসে খেয়াল করে দেখেন ট্রাকের চালক হেলপার মেয়েটির সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করছেন সময় যুবকটি ঘটনাটি ভিডিও করার চেষ্টা করলে ট্রাকের চালক তাদের রেখেই ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সময় ইউনুস আলী সুমন নামের একজন ৯৯৯- কল দিয়ে বিষয়টি জানায় সেখান থেকে সিরাজগঞ্জ পুলিশসহ ট্রাফিক হাইওয়ে পুলিশকে ট্রাকটি আটকের নির্দেশ দেয়া হয় এর পরই সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকা থেকে ট্রাক জব্দসহ প্রতিবন্ধী নারীকে উদ্ধার এবং চালককে আটক করা হয় তবে সময় হেলপার পালিয়ে যায় বিষয়ে তরুণীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন