ভ্যাট ফাঁকি দেওয়ায় পঞ্চগড়ে ২১ লাখ টাকার চা জব্দ

বণিক বার্তা প্রতিনিধি, পঞ্চগড়

ভ্যাট না দিয়ে চা পরিবহন করায় পঞ্চগড়ে প্রায় ২১ লাখ টাকার চা জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ভ্যাট সার্কেল কর্মকর্তারা। একইসঙ্গে চা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। কয়েক দফায় বাধা ও অবরোধের পর জব্দ করা ট্রাক ও চা পঞ্চগড় সদর থানার পুলিশের জিম্মায় দেয়া হয়।

মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার জগদল এলাকার খালপাড়ায় আল আমিন টি হাউজনামে একটি চা কারখানা থেকে এসব জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উত্তরা গ্রীন টি-এর আবেদনের ভিত্তিতে সিলগালা করা এক ট্রাক চা নিলামের জন্য চট্টগ্রামে পাঠানোর কথা ছিলো। কিন্তু সেখানে না পাঠিয়ে গোপনে আল আমিন টি হাউজে ২০০ বস্তা চা ট্রাক থেকে নামানোর  চেষ্টা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ট্রাকটিকে আটক করে তারাঅভিযানকালে দুই দফায় প্রায় তিন ঘণ্টা তাদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয় প্রভাবশালীরা।

রাজস্ব কর্মকর্তা শাহজাহান মিঞা বণিক বার্তাকে জানান, এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিভাগীয় কমিশনার কাস্টমস-এর নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাছ আহম্মেদ বলেন, চা ভর্তি ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে। আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন