হাকালুকি হাওরের উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে :পরিবেশমন্ত্রী

বণিক বার্তা অনলাইন

মৌলভীবাজারে অবস্থিত দেশের সবচেয়ে বড় হাওর, হাকালুকি হাওরের উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন

বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদে মিলনায়তনে সামাজিক বনায়নে উপকারভোগীর মধ্যে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্যে কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, বৃক্ষহীন পাহাড় কে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। সরকার এবছর আট কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনা করেছে। জনগণকে গাছ লাগানোর আহবান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে তিনটি করে গাছের চারা লাগালে প্রতিবছর প্রায় পঞ্চাশ কোটি গাছ লাগানো সম্ভব।

তিনি আরো বলেনসুন্দরবন আমাদের অনেক বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সারাদেশে সুন্দরবনের মতো গাছ লাগাতে পারলে আমরা সবাই সুরক্ষিত থাকতে পারবো।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন