চট্টগ্রামে প্রবাসী হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ফটিকছড়িতে ২০০৩ সালে প্রবাসী ব্যবসায়ী নেছার আহমেদ তোতাকে হত্যার ঘটনায় নয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

গতকাল সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আকতার এই রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নাছির, বাবুল, শাহিন, নুরুল ইসলাম, যোবায়ের, দিদার, আবু বক্কর, জংগু ও ইসমাইল। এদের মধ্যে শাহিন ছাড়া বাকি সবাই পলাতক রয়েছেন। মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি ‘কপালকাটা নাছির’ বিচার কার্যক্রম চলাকালে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৩ সালের ১ নভেম্বর বিকালে ফটিকছড়ি উপজেলার ৮ নম্বর ইউনিয়নের কচুয়া পাহাড়ের কাছের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয় দুবাই প্রবাসী নেছার আহমেদ তোতাকে। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০০৩ সালের ২ নভেম্বর তোতার স্ত্রী মোরশেদা আক্তার বাদি হয়ে ১০ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করে আদালত। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন