বিশ্বব্যাংকের পূর্বাভাস

২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ১.৬%

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলা করছে বাংলাদেশ। এর জের ধরে চলতি ২০২০-২১ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি দশমিক শতাংশে নামতে পারে। তবে পরবর্তী অর্থবছরে প্রবৃদ্ধির হার শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক পূর্বাভাসে সম্ভাবনার কথা জানানো হয়েছে।

চলতি মাসে প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস: জানুয়ারি ২০২১ শীর্ষক বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে শতাংশে। এরই মধ্যে করোনা মহামারীর চ্যালেঞ্জ সামনে এসেছে। কারণে চলতি ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার আরো কমে দশমিক শতাংশে নেমে আসতে পারে। তবে ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বেড়ে দশমিক শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহামারী-পূর্ববর্তী সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সবচেয়ে দ্রুতবর্ধনশীল বাজার উন্নয়নকামী অর্থনীতি হিসেবে উল্লেখ করে বিশ্বব্যাংক বলছে, করোনার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিবেশীদের তুলনায় বেশ ভালো করছে বাংলাদেশ। আগামী দিনগুলোয় রফতানিমুখী শিল্পের (বিশেষত গার্মেন্টস) বিকাশ অব্যাহত রাখতে পারলে করোনার চ্যালেঞ্জ মোকাবেলা করা আরো সহজ হবে। তবে ব্যাংকিং ননব্যাংকিং খাতের ব্যালান্সশিটের দুর্বলতা জিডিপি প্রবৃদ্ধি অর্জনের পথে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

বিশ্বব্যাংকের হিসাবে, করোনাকালেও জিডিপি প্রবৃদ্ধিতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে ভারতের জিডিপি দশমিক শতাংশ সংকুচিত হতে পারে। তবে ২০২০-২১ অর্থবছরে দেশটিতে দশমিক শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন হতে পারে।

একইভাবে পাকিস্তানে ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে দশমিক শতাংশ। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

২০১৯-২০ অর্থবছরে দক্ষিণ এশিয়ার সামগ্রিক অর্থনীতিতে দশমিক শতাংশ হারে সংকোচন হবে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক। ২০২০-২১ অর্থবছরে আঞ্চলিক জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াতে পারে দশমিক শতাংশে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন