চীনে কয়লা খনিতে আটকা পড়ে অন্তত ১৮ শ্রমিক নিহত

বণিক বার্তা ডেস্ক

চীনের একটি কয়লা খনিতে কার্বন মনোক্সাইড গ্যাস লিক হয়ে অন্তত ১৮ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন পাঁচজন। ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিমে চোংকিং মিউনিসিপ্যালিটির ডিয়াওশুইডং খনিতে। গতকাল চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে তথ্য নিশ্চিত হয়েছে। নিয়ে দুই মাসের মধ্যে দুটি খনি দুর্ঘটনা ঘটল দেশটিতে। খবর এএফপি।

শুক্রবার ঘটনা ঘটলেও তা বিলম্বে প্রচার করা হয়। এরই মধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিখোঁজদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।

চীনে খনি দুর্ঘটনা একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এতে যারা কাজ করেন, তাদের সুরক্ষামূলক নিয়মকানুনের তোয়াক্কা করা হয় না। চীনা সংবাদ মাধ্যম সিসিটিভির মতে, ডিয়াওশুইডং খনিতে যখন ভেতরে প্রবেশ করে শ্রমিকরা মাটির নিচের বিভিন্ন জিনিসপত্র ভাঙছিলেন, তখনই ওই গ্যাস লিক হয়। খনিটি দুই মাস ধরে বন্ধ ছিল। চোংকিংয়ে সেপ্টেম্বরে আরেক খনি দুর্ঘটনায় নিহত হন ১৬ শ্রমিক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন