২১ বছরে প্রিমিয়ার ব্যাংক

নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠার ২১ বছর উদযাপন করল দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। গত মঙ্গলবার ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এমডি সিইও এম রিয়াজুল করিম এএমডি গোলাম আউলিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এইচবিএম ইকবাল বলেন, আমাদের ব্যাংক দেশের বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমৃদ্ধিময় উন্নয়নে আমাদের গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণকারী সংস্থা এবং গণমাধ্যমের সাহায্য, নির্দেশনা ভালোবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।

ব্যাংকের এমডি সিইও বলেন, সমৃদ্ধির পথচলা অব্যাহত থাকবে। করোনাকালীন সময়েও ব্যাংকের ডিপোজিট প্রবৃদ্ধির হার ২০১৯ সালের শেষ থেকে এখন পর্যন্ত দশমিক ৬৭ শতাংশে উন্নীত হয়েছে। একই সময়ে লোনস এবং অ্যাডভান্সের প্রবৃদ্ধির হার ১০ দশমিক শূন্য শতাংশে উন্নীত হয়। আশা করছি, আগামী পাঁচ বছরের মধ্যে ব্যাংক সব ধরনের সূচকে দেশের শীর্ষ পর্যায়ের একটি ব্যাংক হয়ে উঠবে। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন