বন্ধ হলো গুগলের ‘ট্রাস্টেড কন্ট্যাক্টস’ অ্যাপ

বণিক বার্তা ডেস্ক

সেবা ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদারে কয়েক বছর আগে ট্রাস্টেড কন্ট্যাক্টস নামে একটি অ্যাপ চালু করেছিল গুগল। এবার অ্যাপটির কার্যক্রম বন্ধ করল অ্যালফাবেট ইনকরপোরেশন নিয়ন্ত্রিত বৈশ্বিক সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

ট্রাস্টেড কন্ট্যাক্টস অ্যাপের মাধ্যমে নিজ অবস্থান সম্পর্কে কাছের বন্ধু পরিবারের সদস্যদের জানাতে পারতেন ব্যবহারকারীরা। এর ফলে ব্যবহারকারীর ওপর দূর থেকে নজর রাখতে পারতেন প্রিয়জনরা।

গুগল কেন অ্যাপটি বন্ধ করেছে তা জানানো হয়নি। এরই মধ্যে অ্যাপটিকে গুগল প্লে-স্টোর অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেয়া হয়েছে। ওয়েবসাইটের তথ্যমতে, আগামী ডিসেম্বর থেকে অ্যাপটির সমর্থন পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন