ভ্যাকসিন আসার আগেই মৃতের সংখ্যা ২০ লাখ ছুঁতে পারে

বণিক বার্তা ডেস্ক

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছুঁতে চলছে। একই সঙ্গে বিশ্বজুড়ে সংক্রমণ মৃতের সংখ্যা বাড়ছে এবং সংক্রমণের নতুন নতুন হটস্পট দেখা দিচ্ছে। আগস্ট সেপ্টেম্বরে ভাইরাসজনিত প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে এবং গত সাতদিনে প্রতিদিনের গড় প্রাণহানি পাঁচ হাজারেরও বেশি।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, গতকাল বিকাল পর্যন্ত কভিড-১৯- মৃত্যুর সংখ্যা ১০ লাখের কাছাকাছি। গত রোববারের পর থেকে ভারতে সাতদিনে প্রায় হাজার ৭০০ জনের মৃত্যুসহ প্রতিদিন ভাইরাসজনিত মৃত্যুতে শীর্ষে। গত সাতদিনে পাঁচ হাজারের বেশি মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয়, হাজার ৮০০-এরও বেশি মৃত্যু নিয়ে ব্রাজিল তৃতীয় এবং তিন হাজারের কাছাকাছি মৃত্যু নিয়ে মেক্সিকো চতুর্থ অবস্থানে।

নিউইয়র্ক টাইমসের ডাটাবেজ অনুসারে, করোনাভাইরাসে বিশ্বের মোট মৃত্যুর অর্ধেকের বেশি চারটি দেশে ঘটেছে। তবে ছোট দেশগুলোতেও নতুন নতুন হটস্পট দেখা দিচ্ছে। মহামারীটি দক্ষিণ আমেরিকায় আক্রমণ থামায়নি। আর্জেন্টিনা, কলম্বিয়া পেরুসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোয় প্রতিদিন কয়েক হাজার নতুন সংক্রমণ বিশ্বব্যাপী মাথাপিছু সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যুর ঘটনা লিপিবদ্ধ করছে। এরই মধ্যে ব্রিটেন, স্পেন, ফ্রান্সসহ ইউরোপের দেশগুলোয় কভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঝড় শুরু হয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়েছে, কার্যকর একটি ভ্যাকসিন বিস্তৃতভাবে ব্যবহারের আগে বিশ্বজুড়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২০ লাখে পৌঁছে যেতে পারে। ডব্লিউএইচওর জরুরি অবস্থাবিষয়ক বিভাগের প্রধান ডা. মাইক রায়ান বলেছেন, বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা আরো অনেক বাড়তে পারে। সামগ্রিকভাবে আমরা বিস্তৃত অঞ্চলজুড়ে সংক্রমণের উদ্বেগজনক বিস্তার দেখতে পাচ্ছি।

যদিও উন্নত চিকিৎসার কারণে সংক্রমণের প্রথম ঝড়ের তুলনায় এখন মৃত্যুহার কমছে। তবে উন্নত চিকিৎসা কার্যকর ভ্যাকসিনের মতো বিষয়গুলো সবার জন্য সহজলভ্য নাও হতে পারে। ডা. রায়ান প্রশ্ন তুলেছেন, ২০ লাখ মৃত্যুর সংখ্যা এড়াতে যা করা দরকার, তা করতে আমরা কি প্রস্তুত? কভিড-১৯ নিয়ন্ত্রণে সরকারগুলোকে সবকিছু করার আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হই, তাহলে সংখ্যাটা কল্পনা কিংবা অনুমান নয়, দুর্ভাগ্যজনকভাবে এটাই সত্য হবে।

বিশ্বজুড়ে কভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঝড় মোকাবেলায় কঠোর সামাজিক দূরত্বের গাইডলাইন এবং কিছু ব্যবসায়ের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।

নিউইয়র্ক টাইমস বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন