ভারতে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০

বণিক বার্তা ডেস্ক

ভারতের উত্তরাঞ্চলে ভবন ধসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে গতকাল ২০ জনে দাঁড়িয়েছে। মহারাষ্ট্রে ধসে পড়া ভবনের নিচে আরো অনেক মরদেহ রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। একই সঙ্গে কেউ বেঁচে থাকলে তাদেরও উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে। খবর এএফপি।

ভারতের দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) জরুরি কর্মীরা শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বাইয়ের কাছে ভিওয়ান্দিতে ভবনের ধ্বংসস্তূপ থেকে ২০ জনের মরদেহ বের করেছে। এর মধ্যে চার সাত বছর বয়সী দুটি শিশুও রয়েছে। এনডিআরএফের মুখপাত্র জানিয়েছেন, সোমবার ভোরের দিকে তিনতলা ভবনটি ধসে পড়ে। এরপর থেকেই তাদের উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজে তারা প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করছেন। সব মিলিয়ে ইট কংক্রিটের স্তূপের নিচ থেকে ২০টি মরদেহ উদ্ধারে সক্ষম হয়েছেন।

এনডিআরএফের মহাপরিচালক সত্য নারায়ণ প্রধান টুইটারে জানান, তিনি মনে করছেন মৃতের সংখ্যা আরো বাড়বে। আরো বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে তার ধারণা।

তবে ঠিক কী কারণে ভবনটি ধসে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু ভারতে বর্ষা মৌসুমে (জুন-সেপ্টেম্বর) ভবনধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন