নিনতেন্দো থ্রিডিএসের উৎপাদন বন্ধ

বণিক বার্তা ডেস্ক

জাপানভিত্তিক গেমিং হার্ডওয়্যার নির্মাতা নিনতেন্দো উন্মোচনের এক দশকের মাথায় নিজেদের থ্রিডিএস হ্যান্ডহেল্ড গেম কনসোলের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে, যা এখন পর্যন্ত কোটি ৬০ লাখ ইউনিট বিক্রি হয়েছে। নিনতেন্দোর অফিশিয়াল ওয়েবসাইটে এক নোটিসে থিডিএস হ্যান্ডহেল্ড কনসোলের উৎপাদন বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। খবর বিবিসি।

নিনতেন্দোর ডিভাইসের বিশেষ বৈশিষ্ট্য ছিল সিনেমা স্ক্রিনিংয়ের মতো চিত্র দেখতে সহায়তা করা এবং কাজের জন্য ব্যবহারকারীকে অতিরিক্ত কোনো বিশেষ গ্লাস ব্যবহারের প্রয়োজন পড়ত না। অর্থাৎ ডিভাইসটির মাধ্যমে বিশেষ চশমা পরিধান না করেও থ্রিডি চিত্র দেখা যেত। ডিভাইসটি বেশ জাঁকজমকপূর্ণভাবে উন্মোচন করা হয়েছিল। যদিও এটি জনপ্রিয়তা পায় উন্মোচনের অনেক দেরিতে।

নিনতেন্দো থ্রিডিএসের উৎপাদন বন্ধ করা হবে তা আগেই পূর্বাভাস মিলেছিল। গত বছরে ডিভাইসটির জন্য নতুন গেম উন্মোচন বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। থ্রিডিএসের পরিবর্তে এখন হাইব্রিড সংস্করণ নিনতেন্দো সুইচ গেম কনসোলে অধিক গুরুত্ব আরোপ করবে নিনতেন্দো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন