নীলফামারীতে ২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে ২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। গত শনিবার বিকালে নীলফামারী সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ পলিথিন মজুদ সংরক্ষণ করার দায়ে তিন ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল দুপুরে র্যাব-১৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য       জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার সৈয়দপুর উপজেলার ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ সংরক্ষণ করার অপরাধে ব্যবসায়ী নাসির উদ্দিন (৬০), আবু বক্কর সিদ্দিক (২৫) শেখ আজহার উল্লাহর (২৮) কাছ থেকে লাখ টাকা জরিমানা আদায় অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন