দাম বাড়তে পারে সিগারেটের

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব থাকছে। বৃহস্পতিবার (৬ জুন) সংসদে বাজেট উত্থাপনের সময় এ প্রস্তাব করা হতে পারে। তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে এবং রাজস্ব আদায় বাড়াতে এই প্রস্তাব উঠছে।

অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজেট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সর্বনিম্ন ধাপের সিগারেটের ১০ শলাকার মূল্য ৪৫ টাকা থেকে বেড়ে হবে ৫০ টাকা। মধ্যম মানের ১০ শলাকার মূল্য ৬৭ টাকা থেকে বেড়ে হবে ৭০ টাকা, উচ্চ মানের ১০ শলাকার মূল্য ১১৩ টাকা থেকে বেড়ে হবে ১২০ টাকা এবং অতি-উচ্চ স্তরের ১০ শলাকার মূল্য ১৫০ টাকা থেকে বেড়ে হবে ১৬০ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন