আসামে গণপিটুনিতে নিহতদের মধ্যে দুজন বড়লেখার

বণিক বার্তা প্রতিনিধি মৌলভীবাজার

ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে গণপিটুনিতে নিহত তিন বাংলাদেশীর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। নিহত দুজন হলেন উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মো. নুনু মিয়া (২৮) একই গ্রামের আব্দুল মানিকের ছেলে জুয়েল আহমদ (২৭) তারা সম্পর্কে চাচা-ভাতিজা। দুজনই পেশায় অটোরিকশাচালক।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক বলেন, দুজনের পরিচয় নিশ্চিত হয়েছি। কিন্তু কেন তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিলেন তা এখনো জানা যায়নি। বিষয়টি জানার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, নিহতরা গত শনিবার রাতে সীমান্ত অতিক্রম করে করিমগঞ্জের পাথরকান্দি অঞ্চলে বগরিজান চা বাগান এলাকায় ঢোকেন। সময় স্থানীয় লোকজন গরু চোর সন্দেহে তাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে শুরু হয় মারধর এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ নিহত ওই তিনজনের মরদেহ উদ্ধার করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন