অপরিবর্তিত রয়েছে ব্রাজিলের ভুট্টা উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

মন্দা ভাব কাটিয়ে ২০১৮ সালে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদন হয়েছিল। গত বছরও দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদনে কোনো হেরফের হয়নি। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

ভুট্টা উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়। ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ব্রাজিলে কৃষিপণ্যটির উৎপাদন ১৭ শতাংশ কমে কোটি ২০ লাখ টনে নেমেছিল।

পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ২০১৮ সালে দেশটিতে ১০ কোটি ১০ লাখ টন ভুট্টা উৎপাদন হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ১৭ শতাংশ বেশি। এটাই ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদনের রেকর্ড।

গত বছরও দেশটিতে একই পরিমাণ ভুট্টা উৎপাদন হয়েছে। অর্থাৎ টানা দুই বছর ধরে ইতিহাসের সর্বোচ্চ ভুট্টা উৎপাদন করছেন ব্রাজিলের কৃষকরা। চলতি বছর দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন আরো বাড়তে পারে।

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন