ইইউর সঙ্গে এফটিএ অনুমোদন করছে ভিয়েতনাম

বণিক বার্তা ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সোমবার অনুমোদন করেছে ভিয়েতনাম। চুক্তি কার্যকরের ফলে দক্ষিণ-পূর্ব ইইউর সঙ্গে বাণিজ্যে ৯৯ শতাংশ শুল্ক কমবে বা বাতিল হবে। নভেল করোনাভাইরাস মহামারী-পরবর্তী সময়ে সিদ্ধান্ত দেশটির অর্থনীতি চাঙ্গায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। খবর রয়টার্স।

ভিয়েতনামে জাতীয় সংসদে প্রায় ৯৪ শতাংশ সদস্য ইউরোপীয় ইউনিয়ন ভিয়েতনাম ফ্রি ট্রেড এগ্রিমেন্টের (ইভিএফটিএ) পক্ষে সমর্থন জানিয়েছে। আগামী জুলাই থেকে ইভিএফটিএ কার্যকর হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। সিঙ্গাপুরের পর আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে ভিয়েতনামের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছল ইইউ। উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে ইইউ জোটের এমন চুক্তি খুবই বিরল।

গাড়ি আমদানিসহ বেশকিছু পণ্য আমদানিতে ১০ বছরের অন্তর্বর্তীকালীন পর্বের মধ্য দিয়ে যাবে ভিয়েতনাম। এর মাধ্যমে পোস্ট, ব্যাংকিং, শিপিংসহ ভিয়েতনামের সেবা খাত ইইউর জন্য উন্মুক্ত হবে। অন্যদিকে ইইউর খাদ্য পানীয় যেমন ফরাসি শ্যাম্পেন বা গ্রিক ফেতা চিজ ভিয়েতনামে নকল হওয়া ঠেকাবে।

ভিয়েতনামের মানবাধিকার শ্রম অধিকারের রেকর্ড নিয়ে ইউরোপের অনেকেই সমালোচনা করেছেন। যদিও চুক্তিতে ওই দিকগুলোর দিকেও আলোকপাত করা হয়েছে।

বিশ্বব্যাংক গত মে মাসে জানিয়েছে, ইভিএফটিএ ২০৩০ সাল নাগাদ ভিয়েতনামের জিডিপি রফতানি যথাক্রমে দশমিক শতাংশ ১২ শতাংশ বাড়াতে পারে। এর মাধ্যমে লাখো মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসবে। 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন