নাইজেরিয়ায় বেমসিভির পাঠাল বেক্সিমকো ফার্মা

নিজস্ব প্রতিবেদক

এক সংকটাপন্ন রোগীর চিকিৎসার জন্য নাইজেরিয়ায় নিজেদের উৎপাদিত রেমডেসিভিরের জেনেরিক ভার্সন বেমসিভির পাঠাল বেক্সিমকো ফার্মা। বেমসিভির নেয়ার জন্য গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে নাইজেরিয়ান একটি চার্টার্ড এয়ারক্রাফট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সন্ধ্যা ৬টার দিকে ওষুধ নিয়ে পুনরায় নাইজেরিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়ে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোলের মহাপরিচালক দেশটির এফসিসি হসপিটাল ইকোয়ি লাগোসে . ইয়েমি জনসনের অধীনে ভর্তি এক সংকটাপন্ন রোগীর জন্য ১১ বোতল বেমসিভির পাঠানোর অনুরোধ করে। পরে বেক্সিমকো ফার্মা মানবিক কারণে ওষুধ পাঠাতে সম্মত হয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ঔষধ প্রশাসনের ছাড়পত্রের মাধ্যমে গতকাল বেমসিভির পাঠানো হয়। 

এর আগে গত ৩১ মে আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের তিনজন সংকটাপন্ন রোগীর জন্য জরুরি কার্গো বিমানে ৪৮ বোতল বেমসিভির পাঠায় বেক্সিমকো ফার্মা।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন