ময়মনসিংহ বোর্ডের প্রথম পরীক্ষায় পাস ৮০.১৩ শতাংশ

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

চলতি বছরে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে। গতকাল ঘোষিত ফলাফলে দেখা গেছে, বোর্ডে ৮০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ পেয়েছে হাজার ৪৩৪ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম জানান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন ১৩১টি পরীক্ষা কেন্দ্রে হাজার ২৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট লাখ ২৪ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে মোট লাখ ১২৫ জন, পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ৫০ হাজার ৯৯৪ জন ছেলে এবং ৪৯ হাজার ১৩১ জন মেয়ে। এদের মধ্যে হাজার ৭৮৮ জন মেয়ে এবং হাজার ৬৩৬ জন ছেলে জিপিএ পেয়েছে।

তিনি আরো জানান, বোর্ডে ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং দুটিতে শতভাগ ফেল করেছে। জেলাওয়ারি ফলাফল বিবেচনায় শেরপুরে পাসের হার সর্বোচ্চ, ৮৩ দশমিক ১৭ শতাংশ। পাসের হার সবচেয়ে কম জামালপুরে, ৭৮ দশমিক ৯৯ শতাংশ।

বোর্ড সূত্র জানায়, ময়মনসিংহ জেলায় ফলাফলে সেরা অবস্থানে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫১ জন পরীক্ষার্থীর মাঝে জিপিএ পেয়েছে ৫০ জন, পাসের হার শতভাগ। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩২১ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৩১৯ জন, এর মধ্যে জিপিএ পেয়েছে ২৬৭ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন