স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে কভিড-১৯। দেশের তরুণদের সহযোগিতায় এ পরিস্থিতি মোকাবেলা করতে ‘অ্যাক্ট কভিড-১৯ অনলাইন হ্যাকাথন’ আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।
বর্তমান ও ভবিষ্যতের জাতীয় সংকট মোকাবেলার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘কলফরনেশন’ নামে একটি প্লাটফর্ম তৈরি করা হয়েছে। গত ৩০ মার্চ জুনাইদ আহমেদ পলক এ প্লাটফর্মের উদ্বোধন করেন। কলফরনেশন প্লাটফর্মের প্রথম কার্যক্রম হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ‘অ্যাক্ট কভিড-১৯ অনলাইন হ্যাকাথন’।
হ্যাকাথন সম্পর্কে বিস্তারিত নিয়মকানুন জানা ও নিবন্ধন করা যাবে https://callfornation.com/—এ লিংক থেকে। অংশগ্রহণকারী একক বা দলগতভাবেও হ্যাকাথনে অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহীদের অবশ্যই উদ্ভাবনের প্রোটোটাইপসহ ২০ এপ্রিলের মধ্যে প্রস্তাবিত প্রকল্প জমা দিতে হবে।