তামাক উৎপাদন প্রযুক্তির সহায়তায় করোনার ভ্যাকসিন!

বণিক বার্তা অনলাইন

নভেল করোনাভাইরাস সৃষ্ট কভিড-১৯ রোগের ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। আজ বুধবার কোম্পানির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, তারা তাদের দ্রুততম সময়ে তামাক উৎপাদন প্রযুক্তির সহায়তায় করোনার একটি ভ্যাকসিন তৈরি করেছে। এটি এখন ক্লিনিক্যাল ট্রায়ালের অপেক্ষায় আছে।

এ ভ্যাকসিন বানিয়েছে যুক্তরাষ্ট্রে বিএটির সহযোগী জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান কেনটাকি বায়োপ্রসেসিং।

আজ বিবৃতিতে বলা হয়েছে, তাদের ভ্যাকসিন ক্লিনিক্যাল টেস্টি পূর্ব ধাপে আছে। এটি সফল হলে বিএটি আশা করছে, উপযুক্ত অংশীদার এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতা ও সমর্থন পেলে তারা জুনের শুরুতেউ উৎপাদনে যেতে চায়। সপ্তাহে ১০ লাখ ৩০ লাখ ডোজ তৈরির সক্ষমতা তাদের আছে। 

বিবৃতিতে দাবি করা হয়েছে, প্রচলিত পদ্ধতির চেয়ে তামাক গাছের সহায়তায় ভ্যাকসিন তৈরি আরো দ্রুত এবং নিরাপদ।

অবশ্য এর আগেও বিএটির চিকিৎসা খাতে সহায়তা করার অভিজ্ঞতা আছে। ২০১৪ সালে ইবোলার চিকিৎসায় ব্যবহারের ওষুধ তৈরিতে সহযোগিতা করেছিল কেনটাকির বায়োপ্রসেসিং।

সূত্র: সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন