করোনায় তানজানিয়া ও সিয়েরা লিয়নে প্রথম মৃত্যু

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত কভিড-১৯- প্রথম মৃত্যুর কথা নিশ্চিত করেছে তানজানিয়া সিয়েরা লিয়ন। স্থানীয় সময় মঙ্গলবার তানজানিয়ায় নভেল করোনাভাইরাস সংক্রমণে মারা যান ৪৯ বছর বয়সী এক ব্যক্তি। তার আগে থেকেই স্বাস্থ্য সমস্যা ছিল বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে সিয়েরা লিয়নে যিনি মারা গেছেন তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি ১৬ মার্চ ফ্রান্স থেকে নিজ দেশে ফেরেন। খবর এএফপি।

তানজানিয়ায় প্রথম নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় ১৬ মার্চ। আক্রান্তদের মধ্যে বিদেশী পর্যটক এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিরা ছিলেন। এদের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত একজন সুস্থ হয়েছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী উম্মি মুয়ালিমু এক বিবৃতিতে বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানাচ্ছি। ৪৯ বছর বয়সী ওই ব্যক্তি আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন।

এদিকে সিয়েরা লিয়নে মারা যাওয়া ব্যক্তিকে ১৬ মার্চ ফ্রান্স থেকে প্রত্যাবর্তনের পর থেকেই বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন