বেনাপোল স্থলবন্দরে ছুটি শেষে আমদানি রফতানি সচল

বণিক বার্তা প্রতিনিধি যশোর

মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর আবারো সচল হয়েছে গতকাল সকাল ১০টা থেকে পথে আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া শুরু করে

এদিকে আমদানি-রফতানি শুরু হওয়ায় বেনাপোল চেকপোস্ট থেকে বন্দর এলাকায় বেড়েছে যানজট এতে আমদানি পণ্যের গাড়ির দীর্ঘ লাইন পড়তে দেখা গেছে, ভোগান্তিতে পড়েছেন দুই দেশের যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীরা

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বাণিজ্য সচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, একদিনে প্রায় আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক বেনাপোলে এসেছে পণ্য যাতে দ্রুত খালাস হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ২১ ফেব্রুয়ারি চেকপোস্টে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে দুই বাংলার মিলনমেলা হয় কারণে ওইদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছিল শনিবার থেকে ফের বাণিজ্য কার্যক্রম চালু হয়েছে

জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০০-৪৫০ ট্রাক বিভিন্ন পণ্য আমদানি এবং ১৫০-২০০ ট্রাক পণ্য রফতানি হয়ে থাকে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন