‘প্রয়োজন’ ছাড়া গ্রেফতার না করার আহ্বান শ্রীলংকার প্রেসিডেন্টের

বণিক বার্তা ডেস্ক

শ্রীলংকার পুলিশ বাহিনীকে নির্ভয়ে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। একই সঙ্গে ‘একান্ত প্রয়োজন’ ছাড়া জনগণকে গ্রেফতার না করারও আহ্বান জানিয়েছেন তিনি। খবর ইকোনমি নেক্সট।

শ্রীলংকার ভারপ্রাপ্ত পুলিশ প্রধান সি ডি বিক্রমারত্নের উদ্দেশে গোতাবায়া বলেন, গ্রেফতার শাস্তির কোনো অংশ নয়। বরং এর মাধ্যমে নাগরিকদের স্বাধীনতা ও অন্যান্য উল্লেখযোগ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এর ফলে মানহানি ও সমাজচ্যুত হওয়ার মতো ঘটনা ঘটতে দেখা যায়। প্রেসিডেন্ট বলেন, কেবল একান্ত প্রয়োজন ও গুরুত্বের সঙ্গে বিবেচিত সিদ্ধান্তের ভিত্তিতে এবং যথাযথ আইন অনুসারেই কাউকে গ্রেফতার করা যেতে পারে।

প্রেসিডেন্ট পুলিশ বিভাগকে আনুষ্ঠানিক রায়ের ওপর ভিত্তি করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।

প্রেসিডেন্ট রাজাপাকসে বলেন, আইন সবার জন্য সমান এবং পুলিশ সদস্যদের সেভাবেই আইন প্রয়োগ করতে হবে। কোনো অন্যায্য কারণে যেন কাউকে গ্রেফতার করা না হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন